জার্মানিতে বাংলাদেশ শিল্পী সাংস্কৃতিক সংগঠনের অভিষেক
জার্মানির ‘বাংলাদেশ শিল্পী সাংস্কৃতিক সংগঠন’ এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির অভিষেক উপলক্ষে জার্মানির টাম শহরের শনিবার (১০ নভেম্বর) স্থানীয় একটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জার্মানিতে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিল্পী কণা ইসলাম এবং তাহমিনা ফেরদৌসি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলী খান, শেষ ঠিকানা সংগঠনের সভাপতি আবু সেলিম, প্রফেসর চৌধুরী আমীর আলী, মজিবুর রহমান, সেলিম খান, কবুল জামান প্রমুখ।
সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আসমা খান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য বদরুল ইসলাম।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় এবং তাদের নাচ-গান অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে। তানহা, নাবিলা, মায়শা, শুষমার অসাধারণ নৃত্য এবং শিশু শিল্পী ইয়াশা, রাইছা ও সায়ানের গান সকলকে মুগ্ধ করে।
তাহমিনা ফেরদৌসি, কণা ইসলাম, নতুন প্রজন্মের শিল্পী মিতি মারজান, নিপিলুর রহমান এবং রুমি চৌধুরীর একের পর এক পরিবেশনা অনুষ্ঠানকে অসাধারণ করে তুলেছিল। বিখ্যাত বাঁশি শিল্পী রবি রায় অনুষ্ঠানে বাঁশি বাজান।
আয়োজকরা জানান, সুদূর প্রবাসে থেকেও তারা বাংলা সাংস্কৃতির প্রতি প্রবল ভালবাসা থেকেই এই সংগঠনটি গঠন করেছেন। সুস্থ এবং সুন্দর বাংলা সাংস্কৃতিক চর্চা এবং প্রবাসে বসবাসকারী নবীন-প্রবীণ সকলের কাছে তা ছড়িয়ে দিতে তারা বদ্ধপরিকর।
হাবিবুল্লাহ আল বাহার,জার্মানি থেকে/এসআর