আবুধাবিতে ধোঁয়ায় বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় তৈয়ব আলী (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আবুধাবীর মোসাফফাহ শিল্প নগরীর ৯ নং জোনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের ঠাণ্ডা মিয়া সওদাগরবাড়ির (প্রকাশ হেজারবাড়ি) সালেহ আহমদের ছেলে। তিনি ১৮ বছর ধরে আবুধাবি প্রবাসী।
নিহতের স্বজনরা জানান, অগ্নিকাণ্ডের সময় তৈয়বসহ অন্যরা তাদের গ্যারেজের ছাদে আবাসস্থল থেকে নেমে আসার পর তার ছেড়ে আসা ব্যাগ আনতে পুনরায় সেখানে ছুটে যান। এ সময় অগ্নিকাণ্ডে সৃষ্ট ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তৈয়ব মারা যান।
স্থানীয় সময় বুধবার ভোরে তিনি নিহত হন। তিনি আবুধাবিতে অ্যালুমিনিয়াম ফিক্সারের কাজ করতেন। আগামী সপ্তাহে তার মরদেহ দেশে আসবে বলে জানান স্বজনরা।
এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের