ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আহমাদুল কবির | প্রকাশিত: ১১:২৪ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

 

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের চেরাস এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশি চেরাস এলাকার দেসা তুন রাজ্জাক নামের একটি অ্যাপার্টমেন্টের ভবনে রং করছিলেন বলে জানা গেছে।

পেইন্টিংয়ের সময় ওই বাংলাদেশি পড়ে যায়। ৩১ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। চেরাস জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ মোখেসিন মোহাম্মদ জন জানান, বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স ৩৭ বছর।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি ১৩ তলা থেকে পড়ে যায়। রং করার সময় হঠাৎ পা পিছলে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ফেলে সে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার ব্যক্তি পড়ে যাওয়ার পর হাত ভেঙে যায়। এ ছাড়া পিঠে ও মাথায় গুরুতর আঘাত পায়। পরে একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মরদেহের ময়না তদন্তের জন্য স্থানীয় একটি হসপিটালের ফরেনসিক বিভাগে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদ জন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও তিনি জানান।

এমআরএম

আরও পড়ুন