ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাতালান বামপন্থী দলের মতবিনিময়

মিরন নাজমুল | প্রকাশিত: ০৯:৩০ এএম, ০১ নভেম্বর ২০১৮

বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাতালান বামপন্থী রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়া-ইআরসি মতবিনিময় করেছে। রোববার (২৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল পাঁচটায় স্থানীয় ফারাগুয়া গ্রিল রেস্তোরাঁর এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালান পার্লামেন্টের সাংসদ ও ইআরসি নেতা রবার্ট মাসি নাহার।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন এবং স্থানীয় রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও নেতৃত্বদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, কাতালোনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস চল্লিশ বছরের বেশি হলেও স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ ছিল না। যার কারণে বাংলাদেশিরা সিটি কাউন্সিল, সংসদে বাংলাদেশি প্রতিনিধি নেই। তাই দেরিতে হলেও কমিউনিটির অগ্রগতির জন্য স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ জরুরি।

ইআরসি সদস্য ও উমানিতেরিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক নেসার সভাপতিত্বে এবং ইআরসি বাংলাদেশ সমন্বয়ক ও স্পেন বাংলা প্রেসক্লাব সদস্য সালেহ আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মিরন নাজমুল, স্পেন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, ইআরসি সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, আবুল কালাম, ঢাকা সমিতির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, বাংলা স্কুলের প্রধান শিক্ষক জিনাত শফিক, বিজনেস ক্লাব বার্সেলোনার অর্থসচিব জাফর হোসাইন কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক কামরুল মোহাম্মদ, যুবলীগ নেতা সালাহ উদ্দিন, মহিলা সমিতির সভাপতি মেহতা হক জানু, বন্ধুসুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা প্রমুখ।

এসআর/আরআইপি

আরও পড়ুন