ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে চতুর্থ উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সাদেক রিপন | কুয়েত | প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৭ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধুর নীতি আদর্শ বুকে লালন করে তার কন্যা শেখ হাসিনা দেশকে ক্ষুধা দারিদ্রতা থেকে মুক্তি জন্য কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় মধ্যম আয়ের দেশ থেকে আজ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশ দূতাবাস কুয়েত উদ্যোগে আয়োজিত চতুর্থ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত এস এম আবুল কালম একথা বলেন।

তিনি আরও বলেন, যে স্যাটেলাইটের কথা আমরা কখনও কল্পনা করিনি বঙ্গবন্ধু কন্যা সেটা করে দেখিয়েছেন।

পরে প্রবাসী বাংলাদেশিদের হাতে তৈরি পিঠা ও খাবারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলে আলোচনা সভা শেষে সন্ধ্যায় কুয়েত প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত। এ সময় বিগ্রেডিয়ার শাহ সগিরুল ইসলাম, আনিসুজ্জানসহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুয়েত বাংলাদেশি প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিণত হয় বাঙালির মিলন মেলায়।

উন্নয়ন মেলায় কুয়েতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচ

আরও পড়ুন