ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

শেখ হাসিনার সঙ্গে বেলজিয়াম আ.লীগের সাক্ষাত

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার লন্ডনের অভিজাত হোটেলে বেলজিয়াম আ.লীগের সভাপতি লতিফ শহিদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাতে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহ-সভাপতি হুমায়ন মাকসুদ হিমু, প্রচার সম্পাদক আক্তারজ্জমান প্রমুখ। প্রধানমন্ত্রী বেলজিয়াম ও ইউরোপ আওয়ামী লীগের সার্বিক খোঁজ খবর নেন।

শেখ হাসিনা নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। সভাপতি লতিফ শহীদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বেলজিয়াম আওয়ামী লীগ প্রবাসে প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনে নির্বাচন, সরকারের উন্নয়ন প্রবাসীদের কাছে ও ইউরোপিয়ানদের কাছে তুলে ধরুন। নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিরোধীরা ষড়যন্ত্র করবে। প্রবাসে নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।

বেলজিয়াম থেকে ফারুক মোল্লা

এমআরএম

আরও পড়ুন