ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

জমির হোসেন | প্রকাশিত: ০১:১৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

‘মানবতার সেবায় ছাত্রলীগ’ এই স্লোগান সামনে রেখে ইতালির নাপলিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ইতালি শাখা। ইতালির নাপলিতে গত বছরের ন্যায় এ বছরও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ব্লাড ডোনেট এজেন্সি আবিসকে ১২ ব্যাগ রক্ত দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্ত দেন ইতালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে সহ-সভাপতি অনিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন শাহারিয়া, দফতর সম্পাদক সুমন কাজী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ।

southeast

এছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমরান হাওলাদার, সদস্য অলিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা, মিঠুন হাওলাদার বাবু, মাসুদুর রহমান রুহুল আমিন খান লিটন, হামজা আহমেদ, আবুল হোসেন হাওলাদার, সহিদুল বেপারী, সুমন মিয়া, রাসেল বেপারী, ইস্রাফিল হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদসহ ইতালি ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতার।

রক্তদান কর্মসূচিতে ছাত্রলীগ নেতারা বলেন, ছাত্রলীগ শুধু রাজনীতি নয় মানব সেবায় সব সময় কাজ করতে প্রস্তুত।

এমআরএম

আরও পড়ুন