ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ

জমির হোসেন | ইতালি | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৭ জুন ২০১৮

ইতালিতে ঈদ পরবর্তী আনন্দে মেতে উঠেছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় মহিলা সমাজ কল্যাণ সমিতি, ইতালির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সংগঠনের সভাপতি লায়লা শাহ এবং সৈয়দা শামীমা জামানের নেতৃত্বে রোমের অদূরে সাগর ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাগো (স্পেরলোঙ্গা) পর্যটন কেন্দ্রে এ আয়োজন করা হয়। সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগো স্পেরলোঙ্গা), বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্রে গোসল, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, শিশুদের দৌঁড়, ভলিবলসহ নানা ধরনের খেলায় মেতে উঠেন সবাই।

আনন্দ ভ্রমণে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা বানু, সায়মা পিংকি, তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী, মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, মেহেনাজ তাবাস্সুম শেলি, মিলি, নার্গিস আক্তার, মনি আক্তার, ইফরোজা খানম ইফা, জেসমিন আম্বিয়া, সুরাহিয়া আক্তার, খুশবু, হেনা আক্তার ফাহিমা, সালমা পারভিন মণি, ফাতেমা বেগম, সুলতানা মাহমুদ প্রমুখ।

আনন্দ ভ্রমণে আরও অংশ নেন সাংবাদিক সমিতি ইতালির সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সুন্দরবন রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, যুবদল ইতালি শাখার প্রচার সম্পাদক রবিন খান প্রমুখ।

এমএমজেড/আরআইপি

আরও পড়ুন