ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া

জমির হোসেন | ইতালি থেকে | প্রকাশিত: ০২:১৪ পিএম, ৩১ মে ২০১৮

শহীদ জিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মে) ইতালি বিএনপির উদ্যাগে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি আদর্শের সবার প্রাণ প্রিয়নেতা। দেশের জন্য শহীদ জিয়ার অবদানের শেষ নেই। তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রীকে মিথ্যা মামলায় জেলহাজতে আটকে রেখে তিলে তিলে মারার পরিকল্পনায় সরকার মরিয়া হয়ে উঠেছে। প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হয়ে কারাবাস দিয়েছে। সরকার ক্ষমতার লোভে মানবতা কী তা ভুলে গেছে।’

প্রতিহিংসা ভুলে বক্তারা বেগম খালেদা জিয়াকে অতিদ্রুত মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন, সাবেক সভাপতি হাজী লকিয়ৎ উল্লাহ, সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, আব্দুল কাদের বেপারী, মঈনুল খোকন, যুগ্ম সাধারণ শাহ মো. তৌহিদ কাদের, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, হুমায়ুন খান, প্রচার সম্পাদক মৃধা সহিদুল ইসলাম, যুবদল সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার প্রমুখ।

এছাড়া দোয়া মাহফিলে বিএনপির মানবাধিকার সম্পাদক মৃধা চুন্নু, কোষাধ্যক্ষ জিয়াবুল কালাম, শ্রমবিষয়ক সম্পাদক হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসআর/আরআইপি

আরও পড়ুন