মিশিগানে বাংলাদেশিদের আয়োজনে গণিত অলিম্পিয়াড
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে কোবো সেন্টারে অনুষ্ঠিত হয়েছে কোবো গণিত অলিম্পিয়াড। বৈশাখী মেলা কমিটির আয়োজনে এ গণিত অলিম্পিয়াডে প্রবাসী বাংলাদেশি আমেরিকান শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান। গণিত অলিম্পিয়াড নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। শনিবার দুপুরে কোবো সেন্টার মিলনায়তনে এ আয়োজনে ৩ বিভাগে প্রতিযোগিতা আয়োজিত হয়। গণিত অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক ছিলেন জাহেদ উদ্দিন জিয়া।
বৈশাখী মেলা কমিটির প্রথমবারের এ আয়োজনে পঞ্চম শ্রেণিতে পুরস্কার পেয়েছে সৈয়দ মাহের মোরশেদ, সপ্তম শ্রেণিতে পুরস্কার জয় করেন ইমানী এবং দশম শ্রেণিতে জয় করেন মুজাহিদ। অনুষ্ঠানের স্পন্সর করে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্ট (আবিয়া) গ্রেট লেক চ্যাপ্টার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ড. নাজমুল হক, সাইদ রব, মনির জামান ও আবিয়ার সভাপতি সাদেক রহমান।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক ছিলেন ড. জাফরি আল ক্বাদরী, স্টিভ ডেন্ডলার, সালমা রহমান, মুমু, মনি চৌধুরী, ফারিশা রব, সাফিউল বশির সাফী এবং ওকল্যান্ড ইন্টারন্যাশনাল একাডেমি।
এমআরএম