ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মে দিবসে সিঙ্গাপুরে অষ্টম বাংলাদেশ বইমেলা

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০১ মে ২০১৮

মহান শ্রমিক দিবসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো অষ্টম বাংলাদেশ বইমেলা। আজ মেলার উদ্বোধন ঘোষণা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

সিঙ্গাপুরের পেঞ্জুরু ওয়াকে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলে। বইমেলায় প্রবাসীদের লেখা বেশকিছু বইয়ের মোড়ক উন্মোচন করেন হাইকমিশনার।

বইগুলো হচ্ছে মো. মুকুল হোসেনের কাব্য সংকলন ব্রেভিং লাইফ, মো. শরিফ উদ্দিনের স্ট্রেঞ্জার টু মাইসেলফ, মাজেদুল ইসলাম কাউসারের তপুর স্কুলড্রেস, মনির আহমদ সম্পাদিত ম্যাগাজিন পথ এবং বুক এক্সচেঞ্জ ক্লাব ওয়ান ব্যাগ ওয়ান বুকের লোগো।

শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় বইমেলার আয়োজক ছিল সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিঙ্গাপুরের জনপ্রিয় সংগীত গ্রুপ মাইগ্যান্ট ব্যান্ড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি নুর উল করিম, পরিচালনা কমিটির সভাপতি ড. মিঠুন সাহা, সাংস্কৃতিক সম্পাদক জাহানারা রহমান বেবি, কেপেল হাউজিং প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মিস্টার স্টিভেন লি, ভ্রমণ সাহিত্যিক শিভাজী দাস ও ন্যাশনাল মিউজিয়াম অব তাইওয়ান লিটারেচারের কর্মকর্তা শেলি সুং।

বিএ

আরও পড়ুন