ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বেলজিয়াম মাতাবেন আশিক-পুতুল-রনি

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

বাঙালি ঐতিহ্যের প্রাণের উৎসব পহেলা বৈশাখ ২৮ এপ্রিল উদযাপিত হতে যাচ্ছে বেলজিয়ামে। এ আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।

অনুষ্ঠানের উদ্যোক্তা ব্যবসায়ী চয়ন রায় জানান, বেলজিয়ামে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এবারের বৈশাখ বরণে বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। আমরা চাই এ ধারাবাহিকতা ধরে রেখে প্রতি বছরই বেলজিয়ামে বৈশাখ উদযাপনের পাশাপাশি বাংলাদেশের প্রতিটা বিশেষ দিনকে উদযাপন করা হোক।

অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকবে সুলভ মূল্যে পান্তা-ইলিশের ব্যবস্থা। থাকবে লটারি প্রতিযোগিতা। বিজয়ীরা পাবেন ঢাকা ব্রাসেলস ঢাকা রিটার্ন এয়ার টিকিট। ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট ও কক্সবাজারের ৫ তারকা হোটেল সি-গালে ৩ দিন থাকা খাওয়াসহ
আকর্ষণীয় পুরস্কার।

এদিকে বর্ষবরণ উপলক্ষে বেলজিয়ামে যাচ্ছেন হালের জনপ্রিয় তারকারা। প্রবাসী বাঙালিদের গানে গানে মাতিয়ে রাখতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফোক সম্রাট খ্যাত আশিকুর রহমান আশিক, ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল এবং মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

এ বিষয়ে ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল জানান, এই প্রথমবার আমার ইউরোপের মঞ্চে গাওয়া হবে। শুধু ইউরোপ বলে নয়, দেশের বাইরে গাইতে গেলে অন্যরকম একটা শিহরণ কাজ করে। প্রবাসী দর্শকদের আমরা যেমন দেশে মিস করি তেমনি তারাও দেশের শিল্পীদের মিস করেন।

ফোক শিল্পী আশিক বলেন, বেশ ভালো লাগছে, বাঙালির সবচেয়ে বড় এ উৎসবে গাইতে যাচ্ছি বলে। কারণ যারা প্রবাসে থাকেন তারা পহেলা বৈশাখের পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারেন না। এবার গানে গানে কিছুটা হলেও তাদেরকে বৈশাখের আবহটা দিতে পারবো।

মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি জানান, ইউরোপ প্রথমবার যাচ্ছি বেশ ভালো লাগছে, বৈশাখ বরণ উপলক্ষে ইউরোপের দুটি দেশে পারফর্ম করবো। প্রবাসী ভাই-বোনদের কমেডির মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও বাংলাদেশের অভাব ভুলিয়ে রাখতে চেষ্টা করবো।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন