ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

আহমাদুল কবির | প্রকাশিত: ১০:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০১৮

মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির জহুর বারুরতে রোববার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ৩১ তলার কনডমিনিয়ামের বিল্ডিং থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

সূত্র জানায়, নির্মাণাধীন ওই ভবনের ৩১ তলা থেকে তিনজন বাংলাদেশি পড়ে গেলে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ইমার্জেন্সি ৯৯৯ টেলিফোন নম্বরে ফোন করে পুলিশকে খবর দয়। সোমবার রাত পৌনে ৩টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে।

ইস্কান্দার পিউটারির ডেপুটি চিফ অব পুলিশ (অপারেশনস), সুপারিনটেনডেন্ট ইসমাইল ডালহা জানান, ভবনটির দ্বিতীয় ও চতুর্থ ফ্লোরের ওপর আটকা পড়ার পর তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোহাম্মদ তরিকুল (৩৪), আজমিন (২৭) ও সালাউদ্দিন (৪৪)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জহুরবারু সুলতানা আমিনা হসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে এই ঘটনার পর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক বিরাজ করছে।

ওআর/বিএ

আরও পড়ুন