ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা

মনিকা সাহা | কলকাতা | প্রকাশিত: ০৭:০২ পিএম, ৩১ মার্চ ২০১৮

পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১, ৩ ও ৫ মে তিন দফায় পঞ্চায়েত ভোট হবে। শনিবার রাজ্যে নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং এক ঘোষণায় এ কথা বলেন।

প্রথম দফার (১ মে) নির্বাচন হবে- নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। ৩ মে দ্বিতীয় দফার নির্বাচন হবে বীরভূম ও মুর্শিদাবাদে ও ৫ মে তৃতীয় দফায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুঁড়ি, মালদা, আলিপুরদুয়ারে ভোট হবে। মোট ভোটার ৫ কোটি ৪ লাখ ৩২ হাজার।

২ এপ্রিল নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়া ১৫ মে’র মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেন নির্বাচন কমিশন।

মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ১৬ এপ্রিল। ৮ মে ভোট গণনা হবে।

জেএইচ/আরআইপি

আরও পড়ুন