ওয়াশিংটনে মাহমুদুজ্জামান বাবুর একক সংগীতানুষ্ঠান
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে আধুনিক বাংলা গানের বরেণ্য শিল্পী মাহমুদুজ্জামান বাবুর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলে এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মাহমুদুজ্জামান বাবুর এ মনোজ্ঞ সংগীতের আসরটি বেশ বৈচিত্র্যপূর্ণভাবে সাজানো হয়েছে। সঙ্গীতের সুর বৈচিত্র্য ও বৈশিষ্টে মাহমুদুজ্জামান বাবুর পরিবেশনা অনুষ্ঠানমালা অনন্য হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের সংগীত ভুবনে আধুনিক গান, দেশের গান, গণ সংগীত এবং লোক সংগীতসহ সংগীতের নানা ধারায় আলো ছড়াচ্ছেন। তার বিখ্যাত গান ‘আমি বাংলার গান গাই’ দেশে এবং বিদেশে বাংলা সংগীত প্রেমিকদের কাছে দারুন সমাদৃত।
এদিকে প্রথমবারের মত মাহমুদুজ্জামান বাবুর একক সংগীত সন্ধ্যা নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদুজ্জামান বাবুর সংগীতের এ আসরে আরও সংগীত পরিবেশন করবেন গ্রেটার ওয়াশিংটনের সেরা সংগীত শিল্পীরা। ‘মাটিরে আমার’ শীর্ষক এ পর্বে শিল্পীরা দেশের গান পরিবেশন করবেন।
দেওয়ান আরশাদ আলী বিজয়/আরএস/আরআইপি