ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সাদেক রিপন | কুয়েত | প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৮ মার্চ ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করেছে কুয়েতের খাইতান মহানগর আওয়ামী লীগ। শুক্রবার রাত ৮ টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ উপলক্ষে আলোচনা সভা হয়।

খাইতান মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী শেখ মোহাম্মদ রাজা মিয়ার (আল মামুন) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গণি মামুন।

বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামান, কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ, প্রচার সম্পাদক কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকবাল সিকদার, সালমিয়া শাখার সভাপতি জাকির হোসেন রিগাই, হাওয়াল্লি শাখার সভাপতি এবং ফাহাহিল শাখার যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ সবুজ প্রমুখ।

এ সময় কুয়েত আওয়ামী লীগ সভাপতি আতাউল গণি মামুন কেন্দ্রীয় কমিটির, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে জাতির জনকের জন্মদিনের কেক কাটেন।

জেএইচ

 

আরও পড়ুন