রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
সৌদি আরবের রাজধানী রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার (১৭ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে কমিউনিটি নেতারা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন।
দূতাবাসের কার্যালয় প্রধান ডা. ফরিদ উদ্দিনের পরিচালনায় দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিয়াদের বাংলা এবং ইংরেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
বিএ/আরআইপি