ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

৭ মার্চ উপলক্ষে কুয়েত দূতাবাসে আলোচনা সভা

সাদেক রিপন | কুয়েত | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৮ মার্চ ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে স্বীকৃতি ও দিবসটি উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টায় দূতাবাসে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। এ সময় শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন, দূতালয় প্রধান আনিসুজ্জামান, পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সাজেদুল ইসলামসহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

পরে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

আলোচনা সভায় কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃরা বক্তব্য রাখেন। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করা হয়। এ সময় কুয়েতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

আরও পড়ুন