সৌদির রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় দূতাবাসের কাউন্সিলর ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন, শ্রম কাউন্সিলর সরওয়ার আলম, প্রথম সচিব ও দ্বিতীয় সচিব দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। দূতাবাসে কন্সুলার সেবা নিতে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য দিনব্যাপী
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।
প্রবাসী বাংলাদেশিরা ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় আনন্দ করেন ও সরকারকে ধন্যবাদ
জানান।
এমআরএম/আরআইপি