কুয়েতে বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুয়েত শাখার উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কুয়েত সিটির স্থানীয় এক হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহমেদের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক আনম তোহা মিলন ও সহ-প্রচার সম্পাদক আবদুল কাদেরের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন, নাসের মর্তুজা, কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনাম, আজিজ উদ্দিন মিন্টু।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মাইমুন, কুয়েত মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সাইদ, শ্রমিক দল সভাপতি মমিন উল্লা পাটোয়ারী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য রফিক উল্লাহ ভুইয়া, মোবারক আলী প্রদেশের সাধারণ সম্পাদক কোরবান আলী, আহমদী প্রদেশ সাধারণ সম্পাদক জাফর ইকবাল পলাশ, কুয়েত বিএনপির সদস্য আবু তাহের, লিয়াকত আলী, শহীদ খান, শিহাব বখত, আহমদী প্রদেশের সহ- সাধারণ সম্পাদক সুমন আনসারী, মহানগরের সহ-সম্পাদক আব্দুল মালেক বক্তব্য রাখেন।
মাহাবুল্লাহ আঞ্চলিক শাখার সভাপতি হাসান কামাল, ফখরুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম মুন্সী, আহমেদ আলী রানা, মনির হোসেন, সজীব, নুরল হুদা হুদন, আলমগীর ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন, ২১ মানে কারও কাছে মাথা নত করা নয়, সুতরাং একুশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ২ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৩ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৪ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৫ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের