ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জার্মান আওয়ামী লীগের থার্টিফাস্ট উদযাপন

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০১:০২ পিএম, ০২ জানুয়ারি ২০১৮

জার্মানির মানহাইম শহরের ইন্ডিয়ান প্যালেস রেস্টুরেন্টে আওয়ামী লীগ থার্টিফাস্ট উদযাপন করেছে। মানহাইম শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বাবু ও সাধারণ সম্পাদক মো. সেলিম এবং জার্মান আওয়ামী লীগের লুডভিকসহাফেন শাখার সভাপতি জগলুল বাহারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা এ উৎসব উদযাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি জনাব জিল্লুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান সরকার ও আসমা ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরদার আলী আহমেদ, এমরান খান, জিয়াউল হাসানসহ জার্মান আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান, জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী (সাবু)। শুভেচ্ছা বক্তব্যের পর সাবু নেতাদের কাছ থেকে জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

আতশবাজির উৎসব এবং নৈশভোজ শেষে ‘নববর্ষ বরণ ২০১৮’ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন