ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আব্দুল হালিম নিহন | মালয়েশিয়া | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

 

যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদির রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কমিউনিটির নেতারা, শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী ও ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত প্রথমেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে নিহত সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে রাষ্ট্রদূত জানান।

গোলাম মসীহ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল তাদের বিচার ও শাস্তি কার্যকরের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রবাসীদের বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উল্লেখ করে বলেন, আপনাদের পাঠানো অর্থের কারণে আজ পদ্মা সেতুর নির্মাণ কাজ করা সম্ভব হয়েছে। রাষ্ট্রদূত প্রবাসীদের দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী দিনে বাংলাদেশে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যা সমাধানের জন্য দূতাবাসের দরজা সব সময় খোলা রয়েছে।

দূতাবাসের উপ-মিশন প্রধান ড. এমডি নজরুল ইসলাম বলেন, প্রবাসীদের সেবা প্রদানের জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিরা ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন