ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ফিনল্যান্ডে বিজয় মেলা ১৬ ডিসেম্বর

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবস ও ফিনল্যান্ডের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ১৬ ডিসেম্বর হেলসিংকিতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা বিজয় মেলার আয়োজন করেছে। আয়োজনে থাকছে মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা, বাংলাদেশি পণ্য ও খাবারের স্টল এবং সন্ত্রাস বিরোধী তথ্য কেন্দ্র।

১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে শুরু হয়ে একটানা রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। হেলসিংকির স্টাডিন আম্মাতি অপিস্তো মিলনায়তে (ভিলপুলানতিয়ে ১৪, মালমি) এ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় গায়িকা, পাওয়ার ভয়েসের মূল প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেয়া তরুণ সঙ্গীত শিল্পী রেশমী মির্জা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেলসিংকি সিটির ডেপুটি মেয়র আন্নে সিন্নেম্যাকি এমপি ও ফিনল্যান্ডের প্রাক্তন ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রী পাভো আরহিম্যাকি এমপি। এছাড়া আরও উপস্থিত থাকবেন স্থানীয় ফিনিস পার্লামেন্ট মেম্বার, সিটি কাউন্সিলারসহ ফিনল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এমআরএম/আইআই

আরও পড়ুন