ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১৪

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭

মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জহুর বারুতে বাংলাদেশিসহ ৫১৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এ সময় জহুর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জহুর বারু এলাকায় অভিযান পরিচালনা করে ওই দেশের পুলিশ। শনিবার স্থানীয় সময় রাত ১২টায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর ৪টায়।

jagonews24

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটকদের ৫১৪ জনের ২৪ জন মহিলা রয়েছে। এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের কাগজ চেক করে অবৈধ ৫১৪ জনকে আটক করা হয়।

jagonews24

আটকদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছে। এছাড়া ৪৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারীও রয়েছে। আটকরা বাংলাদেশি, নেপালি, মিয়ানমার, চীনা, থাইল্যান্ড, ইন্ডিয়ান নাগরিক। তবে বাংলাদেশি কতজন রয়েছে সেটা রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি।

jagonews24

মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, ১১৫ জন ইমিগ্রেশন অফিসার এ সাঁড়াশি অভিযানে অংশ নেয়।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন