ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আছির প্রদেশে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবসের প্রস্তুতি সভা

ক ম জামাল উদ্দীন | সৌদি আরব | প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু পরিষদ সৌদির আরবের আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৩ নভেম্বর খামিস মোশায়েতস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা সদস্য হাজী নুরুল আবছারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি জার্মান হাসপাতাল আছির শাখার সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার ও বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আবুবকর কামাল। আরও উপস্থিত ছিলেন আছির প্রদেশ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সফিউল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রহিম মাহমুদী, আশরাফ চৌধুরী, স্বাধীন আহমেদ মিঠু, আহমদ আলী নঈমী ও মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ সরকার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান আছির প্রদেশ বঙ্গবন্ধু পরিষদের নেতারা।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন