ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ক ম জামাল উদ্দীন | সৌদি আরব | প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ নভেম্বর ২০১৭

সৌদি আরবের আছির প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে। পিতা মো. সফি আলম।

বৃহস্পতিবার আছির প্রদেশের মা’দ্দা এলাকা থেকে খামিস মোশায়েত আসার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মা’দ্দা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়।

কবির আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আছির প্রদেশের মা’দ্দা এলাকা থেকে নিজেই গাড়ি চালিয়ে খামিস মোশায়েত যাচ্ছিলেন মো. সোহাগ মিয়া। পথে একটি ট্রেলারকে ওভারটেক করার সময় সেটি সোহাগের গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সে সময় গাড়িতে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। তাকে গুরুতর অবস্থায় মা’দ্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সোহাগ মিয়া পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। ২০০৪ সালে জীবিকার তাগিতে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

এমএমজেড/আরআইপি

আরও পড়ুন