রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস পালন
বরাবরের মতো এবারও যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল তাওইকে (ডিপ্লোমেটিক সেন্টার) সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় আগত অতিথিদের সামনে।
দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সভাপ্রধানে ও ইকোনোমিক কাউন্সিলর ড. মো. আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব এয়ার ডিফেন্সের মেজর জেনারেল গাজি মোহাম্মেদ আল-শেখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ড. মো. ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম কাউন্সিলর সারোয়ার আলম, মোস্তফা জামান খান, আলতাফ আলম, কাউন্সিলর কাজী নুরুল ইসলাম, দ্বিতীয় প্রেস সচিব মো. ফখরুল ইসলাম, দ্বিতীয় শ্রম সচিব মো. শফিকুল ইসলাম, দূতাবাসের সোনালী ব্যাংক শাখার এজিএম মো. আবদুল অহাবসহ বিভিন্ন দেশের প্রশাসনের কর্মকর্তা, দূতাবাসের কর্মচারী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের