সৌদিতে লিফট ছিঁড়ে আহত যুবকের মৃত্যু
সৌদি আরবের আল গাছিম বুরাইদা শহরে লিফটের কাজ করার সময় আহত কবির হোসেন (২৭) ২১ দিন পর মারা গেছেন। সোমবার বিকেল ৫টায় বুরাইদার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ১ নভেম্বর বুরাইদা ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। নিহত কবিরের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁওয়ে। তিনি ৫ বছর যাবত সৌদি প্রবাসী।
কবিরের বন্ধু কাইয়ুম জাগো নিউজকে জানান, তারা রিয়াদে আগে একই সঙ্গে কাজ করতেন। তিন মাস ধরে কাজ করছেন বুরাইদা শহরে। গত ১ নভেম্বর কাজ করার একপর্যায় একটি লিফট ছিঁড়ে নিচে পড়ে যান কবির।
পরে তাকে উদ্ধার করে বুরাইদা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। কোম্পানির পক্ষ থেকে কবিরের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কাইয়ুম।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ প্রশাসনিক সংকট ও ভবিষ্যতের করণীয়: একটি সুষম বিশ্লেষণ
- ২ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ৩ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৪ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৫ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান