ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফাতেমাকে সহযোগিতার উদ্যোগ

সাদেক রিপন | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১০ নভেম্বর ২০১৭

থ্যালাসেমিয়ায় আক্রান্ত সিলেটের বিয়ানীবাজার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মেয়ে ফাতেমার চিকিৎসার জন্য কুয়েতে আর্থিক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’। ফাতেমা স্থানীয় জলঢুপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, কুয়েত শাখার উদ্যোগে মঙ্গলবার এ উদ্দেশে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়েতে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে এর জন্য বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়। সংগঠনের সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান তপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল।

jagonews24

এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কুয়েতের সহ-সভাপতি হোসেন মুরাদ চৌধুরী, মানিক মিয়া, হুমায়ন আজাদ ও ওসমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, মুরাদুল হক চৌধুরী, সাইদুল হক খান প্রমুখ।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফাতেমার বাবা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, সরকারি ভাতা দিয়ে কোনো রকমে সংসার চলে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের চিকিৎসা সম্ভব হচ্ছে না। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ফাতেমার ভাই জাহেদ আহমেদ বলেন, আমরা ৮ ভাই-বোন; বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকায় কোনো রকমে সংসার চলে। আমার টিউশনির টাকা দিয়ে ওসমানী মেডিকেল কলেজে বোনের চিকিৎসা করাচ্ছি। বৃহস্পতিবার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষার কাগজ দেখে মেডিসিন ও ডায়বেটিস বিশেষজ্ঞ ডা. এম এ ছালাম জানিয়েছেন ফাতেমার থ্যালাসেমিয়া রোগ। এ ধরনের রোগীদের ২/৩ মাস পর পর রক্ত পরির্বতন করতে হয়। এজন্য তিনি ওমসামী মেডিকেলে স্থায়ী মেম্বারশিপ নিতে বলেছেন।

এমএমজেড/এমআরএম

আরও পড়ুন