মালয়েশিয়ায় ইয়ুথ এশিয়া কাপ শুক্রবার
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এসিসি ইয়ুথ এশিয়া কাপ ২০১৭। বাংলাদেশ, মালয়েশিয়াসহ ৮টি দল অংশগ্রহণ করছে এ খেলায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মালয়েশিয়ার স্থানীয় ইস্তানা হোটেলে এসিসির প্রেস ব্রিফিংয়ে দলের অধিনায়করা অংশগ্রহণ করে।
৮ দলের এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে রয়েছেন সাইফ হাসান। তার সহকারী হিসেবে থাকছেন আফিফ হোসেন ধ্রুব।
এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দুই গ্রুপে বিভক্ত হয়ে এ খেলা অনুষ্ঠিত হবে। বাকি তিন দল হলো- ভারত, নেপাল ও মালয়েশিয়া। অন্য গ্রুপে রয়েছে- শ্রীলংঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও পশ্চিম অঞ্চলের চ্যাম্পিয়ন দল।
বাংলাদেশ দলের ম্যানেজার দেবব্রত পাল জানান, তারা সেমিফাইনাল জয়ের উদ্দেশে এই টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ নভেম্বর নেপালের বিপক্ষে কিনরারা ক্রিকেট গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হবে।
এমআরএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ২ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৩ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৪ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৫ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের