অস্ট্রেলিয়ায় ‘আনন্দধারা'র বর্ষপূর্তি উদযাপন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ‘আনন্দধারা’র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ‘আনন্দধারা’ এক বছরেই মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিদের কাছে খ্যাতি পেয়েছে পূর্ণাঙ্গ এক সাংস্কৃতিক বিদ্যালয় হিসেবে। সম্প্রতি বর্ষপূর্তি অনুষ্ঠানে আনন্দধারার আর্ট-এর শিক্ষার্থীদের ছবি নিয়ে সাজানো হয় প্রদর্শনী।
প্রবাসী বাঙালি খুদে শিশুরা নেচে-গেয়ে মাতিয়ে দেয় সবাইকে। বাচ্চাদের বর্ণিল, ছান্দসিক নৃত্যে মুগ্ধ দর্শকদের অনেকের কাছেই মনে হয়েছিল এ জাঁকজমক সন্ধ্যাটি যেন নেমেছে মেলবোর্নে নয়, বাংলাদেশে।
অনুষ্ঠান শেষে শিশুদের নৃত্যশিক্ষক সৈয়দা সায়েরা তার অসাধারণ এক জাদুকরি নৃত্য পরিবেশনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সবশেষে গানের শিক্ষক সাদিয়া হামিদ নিঝুমের সুরের মূর্ছনা দর্শককে আচ্ছন্ন করে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এমআরএম/আইআই