ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বন্যাদুর্গতদের জন্য সাহায্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ‘দাতব্য অনুষ্ঠান’ থেকে সংগৃহীত প্রায় ১৯ হাজার ডলার দেশে পাঠিয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)।

গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলনের প্রধান অতিথি ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে দেখা করে ‘বাক’ নেতারা তার হাতে নগদ ১৮ হাজার ৭৮৯ ডলার তুলে দেন। একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন বাক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ড. তামীম আহমেদ, সদস্য সচিব আশফাকুল তরফদার, বাক নেতা জুনেদ এ খান, আব্দুল মান্নান চৌধুরী, আহমেদ জিলু, সোহেলুর রহমান স্বপন ও তৌফিকুল আম্বিয়া টিপু প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে গত ২৫ আগষ্ট যুক্তরাষ্ট্রের কানকটিকাট অঙ্গরাজ্যের মেরিডেন শহরে এক দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় হলিডে ইন এক্সপ্রেস হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাত্র কয়েকঘণ্টায় প্রায় ২০ হাজার ডলার সংগৃহীত হয়।

ব্র্যাক চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের হাতে অর্থ তুলে দিয়ে বাক কর্মকর্তারা বলেন, আশা করি এ অর্থ যথাযথভাবেই দেশের বর্ন্যার্তদের হাতে পৌঁছাবে। দেশের বন্যাদুর্গতদের সাহায্য করতে পেরে আমরা গর্বিত।

এমএমজেড/এনএফ/জেআইএম

আরও পড়ুন