ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ইতালির রোমে আব্দুল বারিক (৪৫) নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোমের পালমিরো তলিয়াত্তি কাছে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাবা-ছেলে একসঙ্গে ইমিগ্রেশন অফিস থেকে ফেরার পথে একটি কোম্পানির গাড়ীর সঙ্গে এ দুর্ঘটানা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিক উমবেরতো হাসপাতালে নিয়ে গেলে সেখানে গতকাল শনিবার তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার তদন্ত কাজ শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি গাড়ির গতিবেগ কেমন ছিল তাও দেখা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহত বারিকের বাংলাদেশের কোথায় বাড়ি তা জানা যায়নি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি।
আরএস/এমএস