ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

দক্ষিণ কোরিয়ার আনসানে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিসিকে ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে শিরোপা জিতেছে গোল্ডেন বয়েজ ইলসান। সম্প্রতি আনসানে অনুষ্ঠিত ফাইনালে ওইদো নবাংকরকে ৬ উইকেটে হারিয়েছে তারা। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১৭.২ ওভারে ওইদো নবাংকর ১৫২ রান করে। দলটির পক্ষে রাজু ২৯, জাহিদুল ২৬ ও নাজিম ২৬ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে সর্বোচ্চ ৩৪ রান আসে। গোল্ডেন বয়েজ ইলসানের পক্ষে পায়েল ৫ উইকেট ও সাজিদ ২ উইকেট নেন।

১৫৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে অধিনায়ক সাজিদের অর্ধশতকের ওপর ভর করে জয় নিশ্চিত করে গোল্ডেন বয়েজ ইলসান। এ ছাড়া দলের অন্যতম সেরা খেলোয়াড় পায়েল ২২ ও সাগর ২১ রান করেন। ওইদো নবাংকরের পক্ষে বিলাস ও মাসুদ দুটি করে উইকেট নেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিল উদ্দিন। সভাপতিত্ব করেন ক্রিকেট কমিটির প্রধান আসাদুজ্জামান জুয়েল।

হাবিল উদ্দিন বলেন, বিসিকে দক্ষিণ কোরিয়াপ্রবাসীদের সুখ দুঃখে সব সময় পাশে ছিল, আছে ও থাকবে। ব্যস্ততম কোরিয়া প্রবাসীরা যেন অবসর সময়ে আনন্দ লাভ করতে পারে সেই লক্ষ্যে বিসিকে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে। তিনি খেলায় অংশ নেওয়া ১৬টি দলকে ধন্যবাদ জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সরওয়ার কামালের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, নির্বাহী সদস্য ছোটন আহমেদ, ইমন আহমেদ, মনিরুজ্জামান মিলন ও জিয়াউল হক প্রমুখ।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন