ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

প্যারিসে ‘বাংলা ডে’ অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ফ্রান্সের প্যারিসে ‘গুড প্ল্যানেট ফাউন্ডেশন’ ও ‘ফ্রেন্ডশিপ বাংলাদেশ’- এর যৌথ আয়োজনে ‘বাংলা ডে’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্যারিসের গুড প্ল্যানেট ফাউন্ডেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের গান, পুঁথি সাহিত্য, শিশুদের চিত্রাঙ্কন, ভয়েস অব বাংলাদেশ, বাংলাদেশের পতাকা, পাটের তৈরি পণ্য, বেতের তৈরি জিনিসপত্র, পুরাতন জামদানি ও মসলিন কাপড়, বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকার ছোট ছোট মডেল, ভ্যান গাড়ি, রিকশা, আলোকচিত্র, পোস্ট কার্ড, ফেস্টুনসহ নানান জিনিস উপস্থাপনা করা হয়।

‘বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের পক্ষ থেকে রসগোল্লা, চমচম, কাঁচা গোল্লা, রসমলাইসহ নানা খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচ, গান, আলপনা, বস্ত্র শিল্পের প্রদর্শনীসহ বাংলাদেশ কীভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করছে- এসবের ওপর ইয়ান আর্খথুস-বার্খথোন ও আনাস্তাসিয়া মিকোভা নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ফ্রেন্ডশিপ ফ্রান্সের সেক্রেটারি জেনারেল নিকোলাস দোপোখতের সঞ্চালনায় কনফারেন্স একসেপসিওনে দ্যু রোনা খান ইভেন্টে বক্তব্য দেন ‘গুড প্ল্যানেট ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইয়ান আর্খথুস-বার্খথোন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, ফ্রেন্ডশিপ বাংলাদেশের পরিচালক রুনা খান ও ডি নুর।

অনুষ্ঠানে অন্যতম আয়োজক রোনা খান সবাইকে ধন্যবাদ জানান ও বিদেশের মাটিতে দেশকে উপস্থাপনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস প্যারিসের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি হযরত আলী খান, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আনিসা আমিন, বিসিএফএর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাম্মেল, রিয়াজ, আল মাহিন, আকাশ মোহামেদ হেলাল, শাহ জাহান, শাহেদ ভূঁইয়া, রাকিব, হিরণ ও ফটো সাংবাদিক ফরিদ আহমেদ রনি।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন