ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে বাউল সম্রাটের স্মৃতিচারণ

সাদেক রিপন | কুয়েত | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক ২১শে পদক প্রাপ্ত শাহ আব্দুল করিমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বাউল আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত কার্যালয়ে আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি ওলিদ মো. সেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সুমনের সঞ্চালনায় আলোচনা ও বাউল আসরে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহাব উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম (ডানা), সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম জি রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান আহমদ হাছান।

আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ (ফজল), দফতর সম্পাদক প্রজিত পাল, সহ-দফতর সম্পাদক মামুন চৌধুরী, প্রচার সম্পাদক তাজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক রুশন উদ্দিন, অর্থ সম্পাদক জয়নাল আবেদিন শামীম, সহ-অর্থ সম্পাদক আব্দুল মুকিদ খা, আপ্যায়ন সম্পাদক জহির মিয়া, আব্দুল আহাদ, সাহাব উদ্দিন, ইউসুপ মিয়া, সবুজ, রফিকুল আলম সুমন, আব্দুল করিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শাহ আব্দুল করিমকে নিয়ে স্মৃতিচারণ করেন। আব্দুল করিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভা শেষে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খছরু আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আহসান আহমদ হাছানের সহযোগিতায় বাউল আসরে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন, শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের শিল্পীরা।

এমআরএম/আইআই

আরও পড়ুন