আমিরাতে চট্টগ্রাম প্রবাসী আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
জাতীয় শোক দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আবুধাবির ফুডল্যান্ডের বলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোসলেম উদ্দীন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মোতালেব। সদস্য সচিব বেলায়েত হোসেন হিরোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুল হক খন্দকার।
বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, বাংলাদেশ সমিতির প্রচার সম্পাদক প্রকৌশলী আশীষ বড়ুযা, প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সেলিম, এস এম ইদ্রিস, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, আবুধাবি যুবলীগের সহ-সভাপতি আবদুল রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল মাঝি, আখতারুজ্জামান ফাউন্ডেশেনের সভাপতি মোহাম্মদ শাহেদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল রেজা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এস এম ইউনুস।
সভায় আরও বক্তব্য রাখেন নুর হোসেন, ওসমান আকাশ, মামুন নূর, নাজিম উদ্দিন, লিটন দাস, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ খোকন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মনির, হোসেন, এনাম হোসেন, এসকান্দার প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ ইদ্রিস মিয়া।
এমএমজেড/এমএস