ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

শারজাহ বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের শোক দিবস পালন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | আমিরাত | প্রকাশিত: ১০:৩৮ এএম, ২১ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শারজাহ বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শারজাহ ওমর আল খৈয়াম হোটেল হল রুমে এ সভা আয়োজিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ মোবারকের পরিচালনায় ও সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা চিকিৎসক ও সমাজ সেবক ডা. সৈয়দ নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আলহাজ আবু তাহের, আব্দুল কুদ্দুস মোল্লা, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ ইউসুফ, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার আহাম্মেদ, আমিরাত আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর আহম্মদ, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন কাউসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম জিলানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন খোকন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শহিদুল বাবর, কার্তিক মজুমদার, মোহাম্মদ নুরুল ইসলাম রাশেদ, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এয়ার মোহাম্মদ, মোহাম্মদ মামুনুর রসিদ সুমন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ মনছুর ফেনী, আরমান।

আরও বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ হানিফ তালুকদার ভুট্টো, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ শিমুল মোস্তাফা, শারজাহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর খোকন, যুবনেতা মোহাম্মদ রাশেদ, শারজাহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। শুরুতে কোরআন তেলওয়াত পাঠ করেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের ধর্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল শুক্কুর সুয়াবিলী।

অনুষ্ঠান মিলাদ ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন