ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে জাতীয় শোক দিবস পালিত

ক ম জামাল উদ্দীন | প্রকাশিত: ১১:২৬ এএম, ২০ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আল মোজারদা সৌদি আরব শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজিত হয়েছে। সম্প্রতি সৌদি আরবে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহের আলী ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি জার্মান হাসপাতালের আছির শাখার সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার ও বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আবু বকর কামাল।

saudi

প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আজাদ রহমান, বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রুস্তম শাহরিয়ার, যুগ্ম সম্পাদক এইচ এম কামাল চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুল করিম, আনোয়ার মোস্তাক, সাংবাদিক মোস্তফা জাহেদ হোসেন ও স্বাধীন আহমদ মিঠু।

আরও বক্তব্য রাখেন বেলাল উদ্দিন, সহ-সভাপতি সাদেকুর রহমান, সহ-সভাপতি আব্দুর রাশিদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিদুয়ান, দফতর সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, মাহমুদুল করিম ও নুরুল আলম বাবুল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ৪২ বছর আগে বঙ্গবন্ধুকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করেছিল হায়েনার দল। বঙ্গবন্ধু পরিবারকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখনও বঙ্গকন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন