মালয়েশিয়ায় সি-এ গেমসের ২৯তম আসর শুরু
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে সি-এ গেমসের ২৯তম আসর। গত শনিবার রাতে মালয়েশিয়ার জাতীয় স্টেডিয়াম বুকিত জলিলে শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পর্দা ওঠে এ আসরের।
উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার বহু-সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে ২০ মিনিটব্যাপী এক প্রদর্শনী হয়। এছাড়া আতশবাজির দারুণ প্রদর্শনী মালয়েশিয়ার রাতের আকাশকে বর্ণিল আলোয় ভরে তোলে। এ সময় আনন্দে মেতে ওঠেন দর্শক। আগামী ৩০ আগস্ট এ আসরের ইতি ঘটবে।
অলিম্পিক কাউন্সিল অব মালয়েশিয়ার (ওসিএম) সভাপতি তুনকু তান শ্রী ইমরান তুনকু জাফর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খৈল জামালউদ্দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। পরে ইয়াং ডি-পার্টুয়ান আগং সুলতান মুহাম্মদ ভী আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক ও তার স্ত্রী দাতিন সেরি রোশমা মনসুর, উপ প্রধানমন্ত্রী সেরি ড. জাহিদ হামিদী উপস্থিত ছিলেন।
এসআর/বিএ