ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় শোক দিবস পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৪:১৭ এএম, ১৯ আগস্ট ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সংগঠনের হলরুমে সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসাইন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুছা, কার্যনির্বাহী সদস্য সি এম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, প্রচার সম্পাদক আলমগীর আলম, দফতর সম্পাদক সাহাব উদ্দীন ও সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন।

বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ হারুন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ জাফর চৌধুরী, মোহাম্মদ মাহাবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়, তিনি একটি জাতির, তিনি বাংলাদেশের জনক। তাকে বাদ দিয়ে বাংলাদেশ নয়। তিনি মহান হয়ে থাকবেন সবসময়।

এমএমজেড/বিএ/জেআইএম

আরও পড়ুন