ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে শোক দিবস পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | আমিরাত | প্রকাশিত: ১২:০২ পিএম, ১৬ আগস্ট ২০১৭

যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে আমিরাত জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) আবুধাবি আল ফারেজ রেস্টুরেন্ট হল রুমে কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদরি, জাতীয় শোক দিবসের শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ওবাইদুল হক, স্বাগত বক্তব্য রাখেন জাফর উদ্দিন ভুঁইয়া।

বঙ্গবন্ধুর জীবনীর ওপর বক্তারা স্মৃতিচারণ আলোকপাত করেন সংগঠনের সাহিত্য বিষয়ক উপদেষ্টা ডা. শেখ শামসুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সোহেল রানা বসির আহম্মদ প্রমুখ।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানে। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন