ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

নানা আয়োজনে পর্তুগালে জাতীয় শোক দিবস পালিত

নাঈম হাসান পাভেল | পর্তুগাল | প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৬ আগস্ট ২০১৭

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে লিসবনের বাংলাদেশ দূতাবাস। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়।

দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র-প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

সন্ধ্যা ছয়টায় ১৫ অাগস্ট শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল অালম সিদ্দিকী ও পর্তুগালের লিসবনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পর্তুগাল শাখার নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সবশেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ পর্তুগালের লিসবনে অবস্থানকারী বিপুলসংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

এআরএস/এমএস

আরও পড়ুন