পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি অাহত, একজন অাশঙ্কাজনক
পর্তুগালের পর্যটন শহর ফারো (অালগার্ভ) তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৯ জন বাংলাদেশি অাহত হয়েছেন। এদের মধ্যে সিলেটের অাতিকুর রহমান নামের একজনের অবস্থা অাশঙ্কাজনক।
উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মেডিক্যাল টিম এয়ার অ্যাম্বুলেন্সে করে অাতিকুর রহমানকে রাজধানী লিসবনের সান্তা মার্তা হাসপাতালে প্রেরণ করেছে।
অন্যদিকে বাকি ৮ জনের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছে মেডিকেল টিম।
স্থানীয় সময় সকাল ৮টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় বিপরীত পাশ থেকে অাসা একটি প্রাইভেটকারের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ২ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৩ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৪ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের
- ৫ আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার