ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে জাতীয় শোক দিবস পালন

জমির হোসেন | ইতালি | প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৫ আগস্ট ২০১৭

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় দূতাবাস কার্যালয়ে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পরাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন পর্যায়ক্রমে ইকোনোমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান, দ্বিতীয় সচিব ইরিন ইসলাম ও শেখ সালেহ আহমেদ। প্রথম সচিব এরফানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপ আওয়ামী লীগ সহ-সভাপতি লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বীর মুক্তিযোদ্বা লুৎফুর রহমান, সহসভাপতি হাবীব চৌধুরী, আব্দুর রব ফকির, জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোক্তার জামান, আবু তাহের, মো. মোজাফর হোসেন, মহিলা লীগ সম্পাদক নয়না আহমেদ, পপি প্রমুখ।

Italy

এর আগে রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারসহ দূতাবাস কর্মকর্তারা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করে।

অালোচনা সভায় রাষ্ট্রদূত সোবাহান সিকদার বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির জনকের প্রতি যার অবদান কোনোভাবেই শোধ করার মত নয়। একদল বিপদগামী মানুষের হাতে বঙ্গবন্ধু শহীদ হয়েছেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মোজ্জামেল হক পাটওয়ারী, মো. লুৎফুর রহমান, যুব লীগ ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, সাধারণ সম্পাদক এনােয়ত করিম, মেহেদি হাসান, প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মতিউর রহমান।

জেএইচ/এমএস