অবশেষে অনুমোদন পেল মালয়েশিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন
দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদন পেল মালয়েশিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন। মালয়েশিয়া সরকারের সমাজসেবা মন্ত্রণালয় থেকে ৪ আগস্ট এ অনুমোদন দেয়া হয়েছে।
এ অনুমোদনকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশন।
হাইকমিশনার শহীদুল ইসলাম, ডিফেন্স উইং প্রধান এয়ারকমডোর মো. হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি এম এস কে শাহীন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামালসহ প্রবাসী কমিউনিটি নেতারাও অভিনন্দন জানিয়েছেন।
২০১৪ সালে মালয়েশিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের প্রবাসীদের অক্লান্ত প্রচেষ্টায় যাত্রা শুরু করে জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। তখন থেকে প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছেন অ্যাসোসিয়েশনের নেতারা।
২০১৭ সালের প্রথম দিকে কার্যপরিধি ব্যাপকভাবে ঢেলে সাজানো হয়। বর্তমানে অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ৫ শতাধিকের বেশি।
এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন সভাপতি নূরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সোনাহর আলী খান রশিদ ও সাধারণ সম্পাদক আহমাদুল কবির।
এনএফ/আইআই