ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে সংহতি সাহিত্য পরিষদের ‌‌‌‌‘রবীন্দ্র পাঠ’

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | সংযুক্ত আরব আমিরাত | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৪ আগস্ট ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে 'রবীন্দ্র পাঠ' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হল রুমে সংগঠনের সভাপতি মোস্তাকা মৌলার সভাপতিত্বে এ 'রবীন্দ্র পাঠ' আয়োজিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের পরিচালনায় কবিগুরুর কবিতা, ছড়া, ছড়াগান, রবীন্দ্র সংগীত এবং কবিকে নিবেদিত লেখা পাঠ করা হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন উলংগং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. জিনাত রেজা, শারজাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ আব্দুল করিম, অধ্যাপক আব্দুস সবুর, আরবান রিডার্সের সংগঠক নওশের আলী ও সংস্কৃতি ব্যক্তিত্ব শহিদুল ইসলাম।

কবিতা, ছড়া, ছড়াগান এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ইয়াসমিন কালাম, মোস্তাকা মৌলা, সৈয়দা দিবা, জোয়ানা আক্তার রুনি, সানি মজুমদার, সিরাজুল হক, ওবাইদুল হক, জিএম জায়গীরদার, মোহাম্মদ আলী মনসুর, কাইসার হামিদ, তিশা সেন, আমিনুল হক, লুৎফুর রহমান এবং জোয়ারিন জিসান।

আমিরাতে রবীন্দ্রনাথের সাহিত্য পাঠ নির্ভর প্রথম এ অনুষ্ঠানের স্বেচ্ছাসেবী ছিলেন সঞ্জয় ঘোষ, জাবেদ আহমদ, সাদিকুর রহমান সুনু।

এমআরএম

আরও পড়ুন