ইতালিতে বাংলাদেশ সমিতির নির্বাচন
ইতালিতে বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সমিতির’ নির্বাচন শুরু হয়েছে গত ২৯ জুলাই। বিরতিহীনভাবে চলবে ৩১ জুলাই পর্যন্ত।
জানা গেছে, ভিয়া দি সেন্তশেল্লে মাঠে তিন দিনব্যাপী এ নির্বাচন চলবে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে কমিশনার দিদারুল আবেদীন নির্বাচন শুরু করেছেন।
রোববার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ভোট দেন প্রবাসীরা। ভোট কেন্দ্রে আগ্রহী ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এ নির্বাচনে মোট প্রার্থী ছিল ৪১ জন। দুজন সভাপতি এবং দুজন সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বাকি পদে অন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে হাসানুজ্জামান কামরুল, গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম সায়মন, নুরুল আবছার লড়ছেন। গতকাল সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ৮২৭ জন ভোট দিয়েছেন। টানা তিনদিন ভোটগ্রহণ চলবে।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ইতালি প্রবাসী দিদারুল আবেদিন বলেন, প্রত্যাশার চেয়ে বেশি ভোট কাস্টিং হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ সমিতি ইতালি নির্বাচন; তাই ভোটারদের আগ্রহ ছিল একটু বেশি। এর আগেও আমি তিনবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছি।
এদিকে বাংলাদেশ সমিতির সভাপতি জিএম কিবরিয়ার নেতৃত্বে ইতালির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে। নির্বাচন তফসিল ঘোষণা করতে দফায় দফায় আলোচনা সভা করছেন তারা।
উল্লেখ্য, ভোটারদের ভোগান্তি এবং সময়ের মূল্য দিতে ভোট কেন্দ্রে ১৫টি বুথ বসানো হয়েছে।
এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের