ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিঙ্গাপুরে ভবনের আগুন নেভালেন তিন বাংলাদেশি

রাশিদুল ইসলাম জুয়েল | প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৯ জুলাই ২০১৭

জীবনের ঝুঁকি নিয়ে সিঙ্গাপুরে ভবনের আগুন নেভালেন তিন বাংলাদেশি। শুক্রবার দুপুরে জুরং ওয়েস্ট এভিনিউ ১ এর ৪২নং রোডের ব্লক ৪৮৬ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ভবনটির পাশেই কাজ করছিলেন বাংলাদেশি তিন শ্রমিক।

শেখ জামাল (৩০) নামে এক বাংলাদেশি প্রথমে ভবনটিতে আগুন দেখতে পান। বিষয়টি তার সুপারভাইজার সৌর্যিক সারথি দাসকে জানান। সৌর্যিক ঘটনাস্থলে ছুটে যান তার সহকর্মী সাইট ফোরম্যান মাহবুবকে (৩২) সঙ্গে নিয়ে। আগুন নেভানোর জন্য ছোটাছুটি করতে থাকেন ওরা।

জানা গেছে, আগুন নেভানোর কাজে আশপাশের কেউ এগিয়ে আসেনি। সবাই ভিডিও করায় ব্যস্ত ছিল। আগুন দেখে সবাই চিৎকার করে পালিয়ে যাচ্ছিল। অবশেষে তিন বাঙালির চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

তাদের ধন্যবাদ দেন ফায়ার সার্ভিকর্মীরা। সাহসিকতার পরিচয় না দিলে ভবনটি পুড়ে অনেক ক্ষতি হত। আগুন নেভানোর জন্য তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান এস সি ডি এফ ফায়ার কর্মীদের ক্যাপ্টেন।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন