ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইতে গিয়ে বাংলাদেশি গ্রেফতার

লস্কর আল মামুন | লস অ্যাঞ্জেলেস | প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৬ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইতে দিয়ে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি। মো. জাকির হোসেন নামে এই বাংলাদেশি শুক্রবার ক্যালিফোর্নিয়ার অ্যানাহাইমে রাজনৈতিক আশ্রয় চাইতে গেলে গ্রেফতার হন। 

গ্রেফতারের পর জাকিরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জাকির হোসেন বাস করতেন লস অ্যাঞ্জেলেসে। তবে যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না তার। স্থায়ীভাবে

বসবাস ও কাজ করার অনুমতি পেতে তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। 

সেই আবেদনের উপর সাক্ষাত্কার দিতে গিয়েই তিনি গ্রেফতার হন। 

তার পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাটর্নি এমি ঘোষ।

স্থানীয় সময় সোমবার আদালতে তার জামিন আবেদনের প্রস্তুতি চলছে।

জাকির হোসেন বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গায় থাকতেন। 

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের খড়গে গত দুই মাসে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়াও অবৈধদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় ছাড়িয়েছে অতীতের সকল রেকর্ড। 

এ নিয়ে যুক্তরাষ্ট্রে বৈধ কগজপত্রবিহীন বসবাসরতরা এখন আতঙ্কে রয়েছেন।

এনএফ/পিআর

আরও পড়ুন